• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে প্রথম চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল ঢাকায়

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪
বাংলাদেশে প্রথম চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল ঢাকায়

আজ শুক্রবার বিকেলে সমাপ্ত হলো বাংলাদেশে প্রথম ‘গানে-গানে চীন’ শীর্ষক চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল। বিসিএস প্রশাসন একাডেমি’র অডিটোরিয়ামে সারাদিন জমকালো আয়োজনে মোট ২৩ জন প্রতিযোগি চূড়ান্ত পর্বে অংশ নেন।

দিনের প্রথমার্ধে অনুষ্ঠিত হয় শিরোপার সাঙ্গিতিক লড়াই। চীনা ও অ-চীনা (বাংলাদেশি) এই দু’টি গ্রুপে দু’জন স্বর্ণপদক, তিন জন রৌপ্যপদক এবং পাঁচ জন ব্রোঞ্জ পদক জিতে নেন। বাকি প্রতিযোগিরা বিশেষ পুরস্কার পান। এই প্রতিযোগিতা দুটি ধাপে আয়োজিত হয়। ফাইনালে চীনা গ্রুপে মোট ছয় জন এবং বাংলাদেশি গ্রুপে মোট ১৭ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।

আয়োজকদের সূত্র জানায়, এই প্রতিযোগিতার লক্ষ্য হল চীন ও বাংলাদেশের চীনা গানপ্রেমীদের প্রতিভার বিকাশ এবং পারস্পরিক যোগাযোগের একটি মঞ্চ উপহার দেওয়া, যাতে গানে-গানে বাংলাদেশ-চীন বন্ধুত্ব এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি বাংলাদেশের চীনা ভাষা শিক্ষার্থীরা গানের মাধ্যমে শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে গানের প্রসার ঘটাতে পারে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ত:চীনা-বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশে চীনা দূতাবাসের নির্দেশনা, শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের উদ্যোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ-সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ওভারসিজ চাইনিজ ফেডারেশনের সহযোগিতায় এটি আয়োজিত হয়েছে।।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও বাংলাদেশ সরকারের সচিব ড. ওমর ফারুক, চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক (অথবা মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ্-ই-আলম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের পরিচালক ড. শামসাদ মর্তুজা, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস ড. আবদুর রাজ্জাক, চীনের খুয়েনমিং-এ বাংলাদেশের সাবেক কনসুল জেনারেল আ.ফ.ম আমিনুল ইসলাম এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট শিয়ে খাংজিয়া, ওভারসিজ চাইনিজ ফেডারেশন অব বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ছিউ শিয়াওবিন এবং বাংলাদেশে তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা এবং বাংলাদেশি পরিচালকগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের প্রতিনিধিগণ, চীনা ও বাংলাদেশি মিডিয়ার সাংবাদিকগণ, বাংলাদেশের তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা, বিসিএস প্রশাসন একাডেমির চীনা ভাষা শিক্ষার্থীগণ এবং বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ।

শেষ দিকে প্রতিযোগীরা সমবেত কন্ঠে “প্রেমময় একটি পরিবার” নামে একটি গান করেন।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930