• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) এ চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) এ চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪ (আইজিপি কাপ) এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সিলেট রেঞ্জ দল।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) বিকেলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম, বিপিএম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ডিএমপি দল ৩-১ গোলের ব্যবধানে সিলেট রেঞ্জ দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় ডিএমপি দলের ১৭ নম্বর জার্সিধারী খেলোয়ার ঈশা ফয়সাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। তিনি বর্ষসেরা খেলোয়ারও নির্বাচিত হন। আর সর্বমোট সাতটি গোল করে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ময়মনসিংহ রেঞ্জের মোঃ আকাশ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। নিয়মিত এই ধরণের খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রিমিয়ার লিগে নবম স্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে। এই প্রাপ্তি পুলিশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশ পুলিশের যেকোনো খেলাধুলায় সকল ধরনের সাহায্য ও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আনন্দঘন পরিবেশে খেলাধুলার এ ধরণের আয়োজন পুলিশ সদস্যদের আরো উজ্জীবিত করবে ও নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ করার প্রেরণা যোগাবে।

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেলওয়ে রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল হায়দার, বিপিএম, পিপিএম; ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, গত ১ জুলাই ২০২৪ খ্রি. থেকে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের ১৭টি দল চারটি ভেন্যুতে অংশগ্রহণ করেছে। আজ চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031