বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান
বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান ০১ অক্টোবর ২৪, মঙ্গলবার বিমান বাহিনী সদর দপ্তর মিলনায়তন, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। বিমান বাহিনী প্রধান এই উদ্যোগ নেওয়ার জন্য সাইবার ওয়ারফেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং তিনি আশা ব্যক্ত করেন যে সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত এই মাসব্যাপী কর্মসূচি বিমান বাহিনীর সর্বস্তরের সদস্যদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করবে। উল্লেখ্য যে, সাইবার ওয়ারফেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর সিতওয়াত নাঈম, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঢাকাস্থ ঘাঁটি/ইউনিটের নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাহিরের ঘাঁটিগুলোর প্রতিনিধিরা ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করে।