বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর ৫ম তলা বিশিষ্ট ‘এ’ লেভেল ভবন ও মাল্টিপারপাস হল এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ০৬ জানুয়ারী ২০২৫ (সোমবার) বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থাপনাসমূহের শুভ উদ্বোধন করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান অত্র কলেজের শ্রেণীকক্ষ সমূহ, কম্পিউটার ল্যাব, মিউজিক ক্লাস ইত্যাদি পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তর ও বাবিবা ঘাঁটি বাশারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএএফ সেমস এর শিক্ষার্থীগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।