• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গত ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ (শনিবার), বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর সম্মানিত এয়ার অধিনায়ক ও বিএএফ সেমস এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ও অন্যান্য আয়োজন উপভোগ করেন।

৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএএফ সেমস প্রাঙ্গনে শিক্ষার্থী কর্তৃক রকমারি পণ্যের স্টল, বিভিন্ন ক্লাব এর প্রদর্শনী, বই-মেলা, শীতের পিঠাপুলি ও নানাবিধ খাবারের স্টলের সমন্বয়ে একটি মনোরম মেলার আয়োজন করা হয়। এছাড়াও শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি সংঘটিত হয়। পরবর্তীতে বিএএফ সেমস এর শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিএএফ সেমস এর প্রাক্তন অধ্যক্ষগণ, বাবিবা ঘাঁটি বাশারের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সেমস এর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728