রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর এর সামনে বাংলা সাহিত্যের প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের বংশভিটা দখল প্রচেষ্টার প্রতিবাদে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে স্বতঃস্ফূর্ত প্রতিবাদী কবিতা পাঠের আয়োজন করা হয়।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উপস্থাপনায় ভিন্নতা আনতে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পাঠের ফাঁকে ফাঁকে কবির জীবনের গল্প উপস্থাপন করা হয়।
প্রতিবাদে অংশ নেন শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, নির্মাতা, সাংস্কৃতিক সংগঠক সহ তরুণ প্রজন্মের অনেকে কবিতা পাঠ করেন এবং সংহতি প্রকাশ করেন।
কবির বংশভিটায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্র নির্মান কার্যকর করা এবং স্মৃতি সংরক্ষণ জাদুঘর নির্মাণের দাবী করা হয়।
অনুষ্ঠানে কালজয়ী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের বাড়ি ভাংচুরের প্রতিবাদ জানানো হয়। আরও উল্লেখ্য পাবনায় কিংবদন্তী জন অভিনেত্রী সুচিত্রা সেনের বাড়ি সংরক্ষণ করার দাবী করা হয়।
সংহতি জানা নিয়ে একজন বক্তা ৭২’র সংবিধানের আলোকে অসাম্প্রদায়িক বৈষম্যহীন মুক্তিযুদ্ধের মর্ম অনুভব সহ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও মানবিক বাংলাদেশ বিনির্মানের আহবান জানান।
আমার প্রিয় বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে তাদের সাথে যুক্ত থাকার আহবান করা হয়। উপস্থিত সমাবেশকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রতিবাদী অনুষ্ঠান শেষ করা হয় শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে প্রতিবাদী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।