• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাগমনিরাম ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫
বাগমনিরাম ওয়ার্ড যুবদলের ইফতার বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

আজ সোমবার ২৪ মার্চ বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবদলের উদ্যোগে কাজির দৈউরী মোড়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওয়ার্ড যুবদল নেতা আবুল হোসেনের সঞ্চানালয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন আর্থিকভাবে অস্বচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।
আমরা সবসময় জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির মূল কাজ হচ্ছে জনগণের পাশে থাকা। বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন আমরা জনগণের পাশে ছিলাম, এখনো আছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আমরা আপনাদের পাশেই থাকবো।

বিএনপি সবসময় জনগণের সেবা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে। ভবিষ্যতে দলটি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ফয়েজ, কোতোয়ালি যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসাব, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুন্গ আহবায়ক মোঃ সোহেল ,শফি, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম, মোঃ রায়হান, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রিপন, রেজা, মোঃ গোলাম হাক্কানী , সেলিম, ইব্রাহিম, শফি সহ ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ