আজ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের প্রতিনিধি দলের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ কমিশনার ঢাকা মহানগরীর বাজুসের সদস্যভূক্ত জুয়েলারী প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে বাজুস নেতাদের আশ্বস্ত করেন। তবে জুয়েলারী প্রতিষ্ঠানে মালিকদেরও ভূমিকা রাখার আহবান জানান। তিনি বাজুস নেতাদের প্রত্যেক মার্কেট ও দোকানে সামনে সিসি টিভি ক্যামেরা স্থাপন সহ সিকিউরিটি গার্ডদের সতর্ক অবস্থানে রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়া বৈধ জুয়েলারী ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখবেন। সৌজন্য সাক্ষাতে বাজুসের প্রতিনিধি দলে জনাব গুলজার আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি, জনাব বাদল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, জনাব আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য, জনাব সমিত ঘোষ অপু, সহ-সভাপতি, জনাব উত্তম বণিক, কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।