• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

বান্দরবানের লামায় বৈমম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫
বান্দরবানের লামায় বৈমম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

মো: রমজান আলী, স্টাফ রিপোর্টার

বুধবার ৮ জানুয়ারি সন্ধায় লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লামা উপজেলা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ আসিফ ইকবাল বলেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার এর অধিক শহীদের শাহাদাতের বিনিময়ে এবং লক্ষাধিক আহত ভাই বোনদের ভ্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও আওয়ামীলিগ সরকারের পতন হয়েছে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি আওয়ামীলিগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, নাশকতা ও সংগঠিত হওয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। গত ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ৪টা জানুযারি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে লামা রুপসি পাড়া ইউনিয়ন ও লামা পৌর এলাকায় প্রসাশনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সংঘঠিত হয়ে নাশকতা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখা গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের প্রাণ নাশের হুমকি প্রদান করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, তারা কিভাবে সংগঠিত হয়ে এরকম নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে; তা আমাদের বোধগম্য নয়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তার দোষরদের গ্রেফতার করে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা জুলাই বিপ্লবের চেতনাধারী সর্ব স্তরের ছাত্র জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।অত্যান্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, লামার প্রাকৃতিক সম্পদ যেমন বালু, পাথর এবং পর্যটন খাত নিয়ে নানা রকম সিন্ডিকেট ও ষড়যন্ত্র চলমান রয়েছে। অনতিবিলম্বে এইসকল ফ্যাসিবাদের তৈরি চক্রান্তকারী সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং পর্যটন স্পষ্ট গুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে। যদি সম্ভব হয় প্রধান পর্যটন স্পট গুলোতে পুলিশের অস্থায়ী চৌকি স্থাপন করতে হবে।রেড ক্রিসেন্ট, ইউএনডিপিসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে হাজারো ছাত্রের রক্তে অর্জিত বিপ্লবকে ব্যার্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এ সমস্ত সেবা সংগঠন থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে”। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আরো বলেন,”লামা থানার পুলিশ স্বৈরচারের কয়েকজন দোসরকে আজ আটক করেছে, এ জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করছি”।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728