• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

বাফওয়া আঞ্চলিক শাখা জহুর, বাফওয়া আঞ্চলিক শাখা মতিউর এবং বাফওয়া আঞ্চলিক শাখা এস এম ডি এর বার্ষিক সনদপত্র ২০২৪ এর বিতরণ অনুষ্ঠান :

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪
বাফওয়া আঞ্চলিক শাখা জহুর, বাফওয়া আঞ্চলিক শাখা মতিউর এবং বাফওয়া আঞ্চলিক শাখা এস এম ডি এর বার্ষিক সনদপত্র ২০২৪ এর বিতরণ অনুষ্ঠান :

গত ২৫, ২৬ এবং ২৮ নভেম্বর ২০২৪ তারিখে যথাক্রমে অনুষ্ঠিত হলো বাফওয়া আঞ্চলিক শাখা মতিউর, বাফওয়া আঞ্চলিক শাখা জহুর এবং বাফওয়া আঞ্চলিক শাখা এস এম ডি এর দীর্ঘ মেয়াদী কোর্সের বার্ষিক সনদপত্র বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানগুলোতে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সম্মানিত সভানেত্রী সালেহা খান উপস্থিত থেকে সকল কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন। এছাড়া সম্মানিত সভানেত্রী এই সকল আঞ্চলিক শাখার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট সহ সকল শিক্ষিকা, সুপারভাইজার ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে উপহার প্রদান করেন। বাফওয়ার সম্মানিত সভানেত্রী তাঁর বক্তব্যে সকল শিক্ষিকা ও সুপারভাইজারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন জানান।

উক্ত অনুষ্ঠানগুলোতে কেন্দ্রীয় বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, আঞ্চলিক শাখার সভানেত্রীসহ আঞ্চলিক বাফওয়া কমিটি, ঘাঁটিসমূহের সকল কর্মকর্তার পত্নীবৃন্দ, সিন‌িয়র লিয়াজ‌োঁ কর্মকর্তা, কেন্দ্রীয় বাফওয়ার সদস্যাবৃন্দ এবং ঘাঁটির সকলের বিমানসেনা এবং এমওডিসি এর পত্নীগণ উপস্থিত ছিলেন।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728