গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সম্মানিত সভানেত্রী সালেহা খান-কে বাফওয়া উপ -আঞ্চলিক শাখা বগুড়া এর সভানেত্রী ফুলের তোড়া দিয়ে বরণ করেন।বাফওয়ার সম্মানিত সভানেত্রী বাফওয়া মেডিক্যাল সার্ভিসের বিভিন্ন স্কীমের আওতায় চতুর্থ শ্রেণীর কর্মচারী, অবসরপ্রাপ্ত বিমানসেনা, এমওডিসি পত্নীগণ ও বিশেষ শিশুদের (Special Child) সুচিকিৎসা প্রাপ্তি নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেষ্ট থাকার নির্দেশ দেন। সভানেত্রী বাফওয়া উপ – আঞ্চলিক শাখা বগুড়া এর কার্যপরিধি বৃদ্ধিকল্পে উপ আঞ্চলিক শাখা বগুড়া এর সভানেত্রী এবং সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত বরণ অনুষ্ঠানে আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাব বগুড়া একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অত:পর সম্মানিত সভানেত্রী বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী বগুড়া পরিদর্শন করেন। এছাড়াও তিনি বগুড়া রাডার ইউনিট এ শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় বাফওয়ার সহ-সভানেত্রী, বাফওয়া আঞ্চলিক শাখা মতিউর এর সভানেত্রী, কেন্দ্রীয় বাফওয়ার সম্পাদিকা, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা, কেন্দ্রীয় বাফওয়া, বাফওয়া আঞ্চলিক শাখা মতিউর এর কমিটি সদস্যা এবং বাফওয়া উপ -আঞ্চলিক শাখা বগুড়া -এর সদস্যবৃন্দসহ সকল বিমানসেনা এবং এমওডিসি এর পত্নীগণ উপস্থিত ছিলেন।