মোঃ জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি নুরানী ইসলামীয়া কিন্ডার গার্টেন মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকৃত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় বালিয়াকান্দি নুরানি ইসলামিয়া কিন্ডার গার্টেন মাদ্রাসায় পরিক্ষার ফলাফলের ভিত্তিতে প্লে গ্রুপ, নার্সারী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বালিয়াকান্দি নুরানি ইসলামিয়া কিন্ডার গার্টেন মাদ্রাসার সহকারি শিক্ষক মো. ফরিদ শেখের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, সহকারি শিক্ষক মো. উজ্জ্বল শেখ, মো. কাওছার আহমেদ, মো. নুর আলমসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।
নুরানি ইসলামি কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাসুদুর রহমান বলেন, শিক্ষক বাদশা নয়, শিক্ষক মানুষ গড়ার কারিগর। এই সকল শিক্ষার্থীদের আমরা যদি মেধা তালিকার ভিত্তিতে পুরস্কৃত করি তাহলে এই শিক্ষার্থীরা আগামীতে আরো আগ্রহের সাথে স্কুলে আসতে চাইবে ও লেখা পড়ায় মনোযোগী হবে।