• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিআইএম এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫
বিআইএম এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন


শুভ উদ্বোধন করেন ২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ-এর মা ফারহানা দিবা


আজ ঢাকায় মিরপুর রোডে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর ট্রেনিং কমপ্লেক্স এরউদ্বোধন করা হয়। বিআইএম এরনবনির্মিত ১২ তলা ট্রেনিং কমপ্লেক্স শুভ উদ্বোধন করেন ২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ-এর মা ফারহানা দিবা।

এসময় উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান এবং বিআইএম মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসানসহশিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ, বিআইএম এর ফ্যাকাল্টিজ ও কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন পর্বের আলোচনায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্স এর মাধ্যমে আমরা যেন প্রশিক্ষণের ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করতে পারি। এমন দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারি, যাবাংলাদেশে তো বটেই, দেশের বাইরেও আমাদের মুখ উজ্জ্বল করবে। বিআইএম সরকারের পাশাপশি বেসরকারি খাতের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।প্রশিক্ষণ কেন্দ্রটির সকল আধুনিক ফ্যাসিলিটিজ, যারা প্রশিক্ষণ নিতে আসবে তাদের কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বিআইএম দেশ ও দেশের বাইরে পরিচিত হয়ে উঠবে।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে বিআইএম ১৯৬০ সাল থেকে উল্লেখযোগ্য নাম। যেসব বিষয়ে চাহিদা রয়েছে, সেসকল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের জনবলকে বিশ্বমানের করতে হবে। বিআইএম মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করা গেলে, বাংলাদেশে আর বিদেশী জনবলের প্রয়োজন হবেনা।

২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ-এর বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ফারহান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তাঁর স্বপ্ন ছিল নাসায় গবেষণা করার। সে অত্যন্ত সম্ভাবনাময় ছেলে ছিল। আমার ছেলেসহ সকল শহীদরা চেয়েছিল ফ্যাসিবাদ মুক্ত, দূর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে। আমরা হানাহানীর বাংলাদেশ চাই না। আমার ছেলেসহ যারা জীবন দিয়েছিল, তাঁরা যেভাবে চেয়েছিল, আমরা সেইভাবে সুন্দর একটা বাংলাদেশ কামনা করছি।

ঢাকাস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) কে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত ১২তলা বিশিষ্ট ট্রেনিং কমপ্লেএক্সের নির্মাণে ব্যয় হয়েছে ১৫৫.৮৬ কোটি টাকা। যার মোট ফ্লোরের আয়তন ২ লক্ষ ৩৮ হাজার ৮০০ বর্গফুট। কমপ্লেএক্সটিতে রয়েছে ২৪টি শ্রেণীকক্ষ, ৩টি সেমি গ্যালারি শ্রেণিকক্ষ,অডিটোরিয়াম, কনফারেন্স হল, সেমিনার হল, মাল্টিপারপাজ হল, ওয়ার্কশপ হল ও হোস্টেলসহ প্রশিক্ষণের বিভিন্ন সুবিধা। উদ্বোধনকালে মোনাজাত পরিচালনা করেন বিআইএম মসজিদের ইমাম আব্দুল ওয়াহেদ।