• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সকাল আনুমানিক ৬:৪০ মিনিটে সাইনবোর্ড সংলগ্ন মহিলা মাদ্রাসা রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ১৪ বছর বয়সী কোমলমতি শিশু, জাকিয়া সুলতানা জুঁই গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত বড় বোন, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, দেখতে পান যে তাঁদের মা নিথর অবস্থায় সড়কে পড়ে আছেন-যা ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য। তাদের বাবাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও দুর্ভাগ্যজনকভাবে তিনি বেঁচে ফিরতে পারেননি।

দুর্ঘটনার পর আহত জুঁইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শয্যা সংকটের কারণে তাকে বি এন কে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকায় ভর্তি করা হয়। এক্স-রে রিপোর্ট অনুসারে, শিশুটির কাঁধে (ক্লাভিকল) ফ্র্যাকচার হয়েছে এবং সিটি স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার মাথার ডান দিকের পার্শ্বস্থ হাড়ে (Right Parietal Bone) Linear Fracture ধরা পড়ে।

বিষয়টি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের দৃষ্টিগোচর হলে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৫৯ মোতাবেক ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্ব-উদ্যোগে তাৎক্ষণিক চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক তদন্ত শেষে, আইন ও বিধি অনুসারে, আহত জুঁইয়ের বড় বোন, জান্নাতুল ফেরদৌস জ্যোতির অনুকূলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সেই পরিপ্রেক্ষিতে, অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে, জান্নাতুল ফেরদৌস জ্যোতি (পিতা: মৃত মোঃ আব্দুল জব্বার) কে তার ছোট বোন, জাকিয়া সুলতানা জুঁই (পিতা: মৃত মোঃ আব্দুল জব্বার)-এর চিকিৎসা সহায়তার জন্য সোনালী ব্যাংক পিএলসি-এর হিসাব নং ০১০৫৭০২০০০৬২৭-এর অনুকূলে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার অ্যাকাউন্ট পে চেক (CF-100 9309274) হস্তান্তর করা হয়। পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের স্থায়ী অনুসন্ধান কমিটির অনুসন্ধান প্রতিবেদন এর প্রেক্ষিতে জাকিয়া সুলতানা জুঁই এর পিতা, মাতা এবং নিজের আর্থিক সহায়তার মোট পরিমাণ থেকে সমন্বয় করা হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৫৯ অনুসারে, উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর অথবা অন্য যেকোনো উপায়ে অবহিত হয়ে, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্বীয় বিবেচনায় তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। এ বিষয়ে পরবর্তী বোর্ড সভায় অনুমোদন গ্রহণ আবশ্যক।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ১৪৯ অনুসারে, আর্থিক সহায়তার নির্ধারিত পরিমাণ নিম্নরূপ: ক) নিহত হলে ৫ (পাঁচ) লক্ষ টাকা। খ) অঙ্গহানি হলে ৩ (তিন) লক্ষ টাকা। গ) স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে – ৩

(তিন) লক্ষ টাকা। ঘ) আহত হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে – ১ (এক) লক্ষ টাকা।

বিআরটিএ ট্রাস্টি বোর্ড এ ধরনের দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পাশে থেকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জনস্বার্থে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।