• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি-জামাত আমলের বোমা হামলা, জঙ্গি হামলার তালিকা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯
বিএনপি-জামাত আমলের বোমা হামলা, জঙ্গি হামলার তালিকা

• ২০ জানুয়ারি ২০০১ | পল্টন সমাবেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের বোমা-হামলা

• ১৪ এপ্রিল ২০০১ | রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে হুজির বোমা-হামলা, নিহত ১১, আহত দেড়-শতাধিক

• ৩ জুন ২০০১ | গোপালগঞ্জের বানিয়ারচরের গির্জায় বোমা-হামলা; নিহত ১০, আহত শতাধিক

• ১৫ জুন ২০০১ | নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, নিহত ২২, আহত ১০০

• ২৬ সেপ্টেম্বর ২০০১ | বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় বোমা-হামলা, নিহত ৮, আহত ২0

• ১৬ নভেম্বর ২০০১ | চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীকে হত্যা করে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাসীরা

• ২১ এপ্রিল ২০০২ | এই দিনে রাউজানে বৌদ্ধভিক্ষু জ্ঞানজ্যোতি মহাথেরোকে গভীর রাতে জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা

• ২৬ সেপ্টেম্বর, ২০০২ | সিরাজগঞ্জে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা, নিহত ৪, আহত অর্ধশতাধিক

• ২৮ সেপ্টেম্বর, ২০০২ | সাতক্ষীরার গুড়পুকুরে মেলা-সিনেমা হল-সার্কাস প্রাঙ্গণে বোমা হামলা, নিহত ৩

• ৬ ডিসেম্বর ২০০২ | ময়মনসিংহের ৩টি সিনেমা হলে বোমা হামলা, নিহত ২৭, আহত দুই শতাধিক

• ১৭ জানুয়ারি, ২০০৩ | টাঙ্গাইলের সখীপুরে মাজারে-মেলায় বোমা হামলা, নিহত ৭, আহত ২০

• ১৩ ফেব্রুয়ারি ২০০৩ | দিনাজপুর শহরে জামায়াতের জঙ্গিদের আকস্মিক বোমা-হামলা

• ১ মার্চ ২০০৩ | খুলনায় বাণিজ্য মেলায় বিএনপি-জামায়াতের জঙ্গিদের বোমা-হামলা, নিহত ১, আহত ১০ জন

• ২৬ আগষ্ট ২০০৩ | মহালছড়িতে চাকমা ও মারমাদের ৩০০ বাড়ী পুড়িয়ে ২ জন হত্যা ১০ জন নারীকে ধর্ষণ করে জামায়াত শিবির পন্থী ক্যাডাররা

• ১৮ নভেম্বর ২০০৩ | রাতের আঁধারে হত্যা করা হয় বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়ির একই পরিবারের ১১ জন

• ১২ জানুয়ারি ২০০৪ | হজরত শাহজালালের মাজারে আর্জেস গ্রেনেড হামলা, নিহত ৭,আহত ৫০

• ১ ফেব্রুয়ারি ২০০৪ | খুলনায় পরিকল্পিত বোমা-হামলা, সাংবাদিক মানিক সাহা নিহত

• ১ এপ্রিল ২০০৪ | চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্রের চালান ধৃত, জড়িত তারেক জিয়া-বাবর-নিজামী গং

• ৭ মে ২০০৪ | গাজীপুরে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা

• ২১ মে ২০০৪ | ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা, নিহত ৩

• ২৭ জুন ২০০৪ | সাংবাদিক হত্যার লক্ষ্যে জঙ্গি বোমা-হামলা, নিহত সাংবাদিক হুমায়ূন কবীর বালু

• ৭ আগস্ট ২০০৪ | সিলেটে আওয়ামী লীগের সভায় হুজির গ্রেনেড হামলা, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম নিহত, আহত ২০

• ২১ আগস্ট ২০০৪ | জননেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মী, আহত কয়েকশো নেতা-কর্মী

• ১২ জানুয়ারি ২০০৫ | শেরপুর ও জামালপুরে জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের বোমা-হামলা, আহত ৩৫

• ১৫ জানুয়ারি ২০০৫ | বগুড়া ও নাটোরে যাত্রা-পালা অনুষ্ঠানে জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাসীদের বোমা-হামলা, নিহত ৩, আগত কয়েকশো

• ২৭ জানুয়ারি ২০০৫ | হবিগঞ্জে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের গ্রেনেড হামলা, অর্থমন্ত্রী কিবরিয়াসহ নিহত ৩, আহত পঞ্চাশ জন

• ১৭ আগস্ট ২০০৫ | দেশের ৬৩ জেলায় একযোগে পাঁচশো বোমা-হামলা, নিহত ৩, আহত শতাধিক

• ৩ অক্টোবর ২০০৫ | লক্ষীপুর-চাঁদপুর-চট্টগ্রাম কোর্টে জেএমবির বোমা হামলা, নিহত ৩

• ১৪ নভেম্বর ২০০৫ | ঝালকাঠি জেলা আদালতে বোমা-হামলা, নিহত ২ বিচারক

• ২৯ নভেম্বর ২০০৫ | চট্টগ্রামে হাইকোর্টে বোমা-হামলা, নিহত ৩, আহত অর্ধশতাধিক

• ২৯ নভেম্বর ২০০৫ | গাজীপুরে আইনজীবী ভবনে বোমা হামলা, নিহত ১০, আহত ২২০

• ১ ডিসেম্বর ২০০৫ | গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে বোমা হামলা, নিহত ১, আহত পঞ্চাশ

• ৮ ডিসেম্বর ২০০৫ | নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা-হামলা, নিহত ৮, আহত শতাধিক

• ২৯ ডিসেম্বর ২০০৫ | চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলা, নিহত ৩, আহত, ২৫।

–সংগৃহীত

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930