• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৪
বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ

রাজধানীর উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা, দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব।

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬নং সেক্টরের ঈশাখাঁ এভিনিউর একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে ২৮ লিটার ৩৮০ মি: লি বিদেশী মদ, পাথরসহ ১৩৬৭ গ্রাম স্বর্ণ, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীয় অস্ত্র ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031