• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ করলো এসএসএলকমার্জ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ করলো এসএসএলকমার্জ

অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেনা আরও সহজ করলো এসএসএলকমার্জ। দেশের শীর্ষ এই পেমেন্ট গেটওয়ের ৩৬টিরও বেশি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে এখন পেমেন্ট প্রক্রিয়া আরও কার্যকর ও গ্রাহক-বান্ধব হয়ে উঠেছে। এতে গ্রাহকদের জন্য অনলাইনে টিকিট কেনা সহজ এবং দ্রুত হয়েছে। সম্প্রতি এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পার্টনারশিপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহক ভিত্তি ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে সহায়ক হবে।

উক্ত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক, অর্থ (উপ-সচিব) মো. নওশাদ হোসেন, মহাব্যবস্থাপক (রাজস্ব ও এফএমআইএস) আবু সাইদ মো. মঞ্জুর ইমাম, উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব হিসাব) মো. রাশেদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (হিসাব) সাজ্জাদুল ইসলাম নাসির, জুনিয়র হিসাব কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম।

এছাড়া এসএসএলকমার্জের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান এস. ইসলাম, এনগেজ ৩৬০-এর সিইও অনিরুদ্ধ দেব এবং এসএসএলকমার্জের সিনিয়র ম্যানেজার ও এসএসএলকমার্জ ই-কমার্স সার্ভিসের প্রধান মো. সাগীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মো. নওশাদ হোসেন বলেন, এসএসএলকমার্জের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে পেমেন্ট ফ্রেমওয়ার্ক উন্নত করেছি এবং নিরাপদ পেমেন্ট সেবা প্রদান করেছি। তাদের সহযোগী প্রতিষ্ঠান এনগেজ ৩৬০-এর সহযোগিতায় আমাদের ব্র্যান্ড ও গ্রাহক সেবা আরও শক্তিশালী হবে।

এসএসএলকমার্জের সিইও রায়ান এস. ইসলাম বলেন, বিমানকে গ্রাহকদের আরও কাছে নিয়ে আসতে এবং লেনদেন প্রক্রিয়া সহজ করতে আমাদের যৌথ সলিউশন কাজ করেছে।

এনগেজ ৩৬০ সিইও অনিরুদ্ধ দেব বলেন, নতুন মার্কেটিং পন্থায় বিমানের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে তা শীর্ষস্থানীয় এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031