রাজীব দে
“সুরক্ষা ও নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক এভিয়েশন ইন্স্যুরেন্স বিষয়ক ট্রেনিং।
যাত্রী পরিবহনের ক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমান অর্থ পরিদপ্তরের উদ্যোগে “আন্তর্জাতিক এভিয়েশন ইন্স্যুরেন্স” এর উপর অদ্য ১৫-০৫-২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বিমান এর সর্বস্তরের কর্মকর্তাদের এই ট্রেনিং প্রদান করা হয়। ট্রেনিং প্রদান করেন প্রখ্যাত এভিয়েশন ইন্স্যুরেন্স ট্রেইনার মি: ডেভিড জর্জ এবং মি: জেমস জনস্টোন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জনাব মো: মাহমুদুল আলম (যুগ্ম সচিব),পরিচালক কার্গো; জনাব মো: নওসাদ হোসেন (উপসচিব) চিফ ফিনান্সিয়াল অফিসার; জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম, পরিচালক প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক সাপোর্ট ; এয়ার কমডোর মো: মনিরুল ইসলাম, পরিচালক ইঞ্জিনিয়ারিং এন্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উর্ধতন কর্মকর্তাগন।