কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্টিত ম্যাচে আফগানদের পক্ষে একমাত্র গোলটি করেন ফারশাদ নুর।
ম্যাচের প্রথমার্ধে বড় কোন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। নিজেদের মধ্যে গোছানো ভাব কিংবা পাসিংয়ের দুর্বলতা ছিলো চোখে পড়ার মত। অন্যদিকে পরিকল্পিত আক্রমণ থেকে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে জেমি ডে-র শিষ্যরা। কিন্তু আক্রমনভাগের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব ও ফিনিশিংয়ের চিরাচরিত দুর্বলতাই গোল পরিশোধে বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে আফগানদের মুহুর্মুহু আক্রমণ প্রতিরোধ করে টাইগার ডিফেন্ডাররা। ডিফেন্সে আজ বাংলাদেশের উন্নতি ছিলো চোখে পড়ার মত।
প্রথম ম্যাচেই হেরে বাছাইপর্বে ব্যাকফুটে চলে গেলো বাংলাদেশ। জেমি ডে-র পরিকল্পনা মাঠে আসলে কতটুকু কার্যকর হয় তা এখন প্রশ্নের সম্মুখীন! বিশ্বকাপ ফুটবল ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে পরের লেগের ম্যাচটি আগামী বছরের স্বাধীনতা দিবসের দিনে অনুষ্টিত হবে।