আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার সদরপুর থানা প্রাঙ্গনে বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি মহা পবিত্র উরস শরীফ-২০২৫, উদ্যাপন উপলক্ষ্যে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করে জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়।
পুলিশ সুপার মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষা এবং উরসে আগত সকলের নিরাপত্তা প্রদান নিশ্চিত করতে অফিসার-ফোর্সদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় এসময় বলেন-“ধর্মীয় অনুষ্ঠানের সকল প্রকার রীতিনীতি বজায় রেখে আগত সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উরস উপলক্ষে আইন-শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেদিকে সর্বদা নজর রাখতে হবে।” ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় মাঠ পরিদর্শন করেন।
এছাড়াও উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন জনাব জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর, জনাব মো: আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদুপরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।