• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার আটক-১

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫
বীরগঞ্জে ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার আটক-১

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে বিশাল আকৃতির ৩৯৫ কেজি ওজনের একটি কষ্টিপাথর গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেছে র‍্যাব এবং পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুননাহার গ্রামের মোঃ ছমির আলীর ছেলে মোঃ গোলাম মোরশেদ (৩৫) এর বাড়ীর গোয়াল ঘরের পিছনে গর্তে পাটি দিয়ে মোড়ানো পলিথিন প‍্যাচানো দৈর্ঘ্য ৬৬ ইঞ্চি, প্রস্ত ৩০ ইঞ্চি, ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি মাটি খুড়ে উদ্ধার করা হয়।

র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঘটনার সাথে জরিত একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবেদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ আক্কাস আলী (৫৮) কে আটক করে, বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নীলফামারী র‍্যাব-১৩ এর মেজর ইসতিয়াকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এই মুর্তি উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে গোপনে কষ্টিপাথর বিক্রি করার জন্য গভীর রাতে লোকজন নিয়ে আসতো। পরে ১ কোটি ৬০ লক্ষ টাকা দাম বলে ক্রেতা পক্ষ কিন্তু মূর্তিটির দাম ২কোটি টাকা দরে বিক্রির জন্য চেষ্টা করছিল। মূর্তি টি দেখে মনে প্রায় ৭শ বছরের পুরনো।

র‌্যাব জানায়, কোটি টাকা মুল্যের ওই বিষ্ণু মূর্তি চোরাচালানের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে এসে লুকিয়ে রেখেছিল। এই ঘটনায় র‍্যাব সদস্য আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব আরও জানায়, এই ঘটনায় একজন পলাতক রয়েছে। গ্রেফতার আসামী দীর্ঘদিন যাবত মুর্তি ব্যবসায় জড়িত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছেন বলে জানিয়েছে। 

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর গফুর বলেন, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার যার মূল্য প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা। ঘটনার সাথে সম্পৃক্ত ১জন আসামীকে আটক করতে পেরেছি। এবিষয়ে মামলা রুজু সহ তদন্ত প্রক্রিয়াধীন আছে। প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031