• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভুল চিকিৎসায় স্থপতি রাজীবের মৃত্যুর প্রতিবাদে পরিবার ও স্থপতিদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি

স্থপতি রাজীব আহমেদ বুয়েট স্থাপত্য বিভাগের ২০০৩ ব্যাচের সদস্য ও রুফ লাইনার স্টুডিও অফ আর্কিটেকচার এর প্রতিষ্ঠাতা স্থপতি । তিনি গত বছর ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ এ সংশ্লিষ্ট চিকিৎসক ডাক্তার এম ইউ কবীর চৌধুরীর ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে তার পরিবার ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পৃথক পৃথকভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ অভিযোগ পত্র দাখিল করে । পরবর্তীতে তার পরিবার হাইকোর্টে একটি রিট দাখিল করে । হাইকোর্ট থেকে সংশ্লিষ্ট চিকিৎসক , হাসপাতাল , বাংলাদেশ মেডিকেল এন্ড কাউন্সিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুই মাসের মধ্যে রিপোর্ট চেয়ে রুল জারি করা হয় , যা এখনো পর্যন্ত জমা হয়নি ।এক বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু অত্যন্ত হতাশা জনক ভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এবং হাইকোর্টের কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি । উল্লেখ আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ এ স্থপতি রাজীব আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীর দিন তার পরিবার, বন্ধুজন এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এই ঘটনার প্রতিবাদে পান্থপথে ডাঃ এম ইউ কবীর চৌধুরীর চেম্বারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করে অবস্থান নেন। তারা মনে করেন এর সুষ্ঠ তদন্ত ও সুবিচার দেশের চিকিৎসা ক্ষেত্রে বর্তমান অরাজক অবস্থা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।