• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

মনোহরদীতে ৪৬ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
মনোহরদীতে ৪৬ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী)সকালে উপজেলা প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলায় স্কুল শিক্ষার্থীরা জুনিয়র গ্রুপ এবং কলেজ শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপে অংশগ্রহণ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।

উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন স্কুল কর্তৃক আয়োজিত বিজ্ঞান স্টল পরিদর্শন করেন এবং তাঁদের ভূয়সী প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সবশেষে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব হাসান,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার আব্দুল জলিলসহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728