• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ বীর শহিদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আজ মহান ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বাধীনতা অর্জন করে। এ বছর দেশ ৫৫ বছরে পদার্পণ করল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভোর হলেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

ঐতিহাসিক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকার গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে।

দেশের সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দেশের সব শিশুপার্ক ও জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে বাণী দিয়েছেন। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং ইলেকট্রনিক মিডিয়া মাসব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে মহান দিবসটি উপলক্ষে।