• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক অনুষ্ঠান এর আয়োজন করেছে মাস্টারকার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫
‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক অনুষ্ঠান এর আয়োজন করেছে মাস্টারকার্ড

রাজধানীর বনানীতে শেরাটন হোটেল এর বলরুমে সোমবার (২৫ ফেব্রুয়ারি) ২০২৫  বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দূরদর্শী সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টারকার্ড। অভিযাত্রী’র আয়োজনে ও ইউনেস্কো’র অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আরও উপস্থিত ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিনিধিবৃন্দ, ২০০-এর বেশি নারী ব্যাংকার এবং কর্পোরেট নেতৃবৃন্দ, যারা পর্বতারোহীদের এই অসাধারণ অর্জনকে উদযাপন করেন। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এই অভিযানে পাঁচজন নারী পর্বতারোহী অংশ নেন। অন্যরা হলেন- ইয়াসমিন লিসা, অর্পিতা দেবনাথ, মৌসুমী আক্তার এপি ও তহুরা সুলতানা রেখা।

তারা নেপালের ল্যাংটাং অঞ্চলের পাঁচটি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছেন, এর মধ্যে ছিল ইয়ালা পিক (৫,৫০০ মিটার), সুরিয়া পিক (৫,১৪৫ মিটার) এবং গোঁসাইকুন্ড পিক (৪,৭৪৭ মিটার)।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031