• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫
মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু

রকমারি ডটকম, প্রথমা ডটকম, বই সদাই ডটকম, ওয়াফি লাইফ ডটকমসহ দেশের সকল অনলাইন বই বিক্রয়ের প্লাটফর্মে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ২৫% বিশেষ ছাড়ে বইটির প্রি-অর্ডার চলবে। উদ্যোক্তা, নতুন-পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি জাদুর মত কাজ করবে। প্রতিষ্ঠান বা ব্যক্তির ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের গুপ্ত রহস্যভান্ডার এক বইতেই পাওয়া যাবে।

বইটির লেখক মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, বইটি পড়লে সুই থেকে বিমান পর্যন্ত যে কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন। ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে আপনার পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা জানতে পারবেন। ছোট বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস বা পিআর মার্কেটিং কৌশল রপ্ত করতে পারবেন।

তিনি আরো জানান, বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশল জানতে পারবেন। নতুন উদ্যোক্তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাবেন। বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাবেন ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে।

ব্র্যান্ড ও মার্কেটিংয়ের এ সময়ের সেরা বই বিক্রয় ম্যাজিক প্রকাশ করেছে শব্দাবলি প্রকাশন। বইটির ভূমিকা লিখেছেন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ও ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ। ২৪০ পেজের প্রিমিয়াম কোয়ালিটি বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। অনলাইন প্রি-অর্ডারে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে ৪৫০ টাকায়।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930