• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ মৃত্যুবরণ করেছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯
মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ মৃত্যুবরণ করেছেন

মুজিবনগর সরকারের উপদেষ্টা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ নেতা ও প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক মোজাফফর আহমদের বয়স হয়েছিল ৯৭ বছর। মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষ করে দীর্ঘদিন বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন এ গুণীজন। ১৯৫২ থেকে ৫৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন মোজফ্ফর আহমদ। বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিলো তার।

অধ্যাপনা ছেড়ে তিনি রাজনীতিতে জড়ান ১৯৫৪ সালে। ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মোজাফফর আহমদ। ১৯৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করতে হয় তাকে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে একাত্তরে ন্যাপ ও কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের কর্মীদের নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে বিশেষ গেরিলা বাহিনী গড়ে তুলতে নেতৃত্ব দেন মোজাফফর আহমদ।

১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এই রাজনীতিবিদ। এরশাদ বিরোধী আন্দোলনে জোড়ালো ভূমিকার জন্য কারাবরণ করতে হয় তাকে।

২০১৫ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেলেও তা নেননি তিনি।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031