জাসদের বৈশাখী মঙ্গল মিলনী অনুষ্ঠিত
বঙ্গাব্দ ১৪৩২ কে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১লা বৈশাখ দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে বৈশাখী মঙ্গল মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ভোরে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জাসদের নেতা—কর্মীরা দলের বৈশাখী মঙ্গল মিলনী অনুষ্ঠানে সমবেত হতে থাকেন। এই আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ আড্ডা, গল্প, আলোচনা। দলের নেতা—কর্মীদের পরিবারের সদস্যগণ নিজেদের বাসা থেকে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী বৈশাখী খাবার তৈরি করে নিয়ে এই আয়োজনে যোগ দেন। আলোচনায় তরুণ প্রজন্মের জাসদের নেতা—কর্মীরা দলের প্রধান কারাবন্দী জননেতা হাসানুল হক ইনুর অনুপস্থিতির বিষয়টি দুঃখভারাক্রান্ত হৃদয়ে প্রকাশ করে তাকে মুক্ত করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। জাসদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বলেন, ইউনুসের মবের রাজত্বে মেটিক্যুলাস ডিজাইনে বাঙালি ও আদিবাসীদের আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মুছে ফেলার আগ্রাসী অভিযান চালছে। মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের বাঙালি ও আদিবাসীবাসীদের সাংস্কৃতিক প্রতিরোধ, প্রতিরোধের সংস্কৃতির প্রতীক হিসাবেই প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবেও স্বীকৃত অর্জন করেছে। ইউনুসের মবতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনকে নগ্নভাবে পদদলিত করে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের আয়োজন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এবং বিকৃত করেছে। আলোচনায় পহেলা উদযাপনকে প্রতিরোধের সংস্কৃতি, সাংস্কৃতিক প্রতিরোধ হিসাবে চিন্থিত করে জাসদের নেতা—কর্মীদের জাতীয় পুনর্জাগরণ সংগঠনে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়। আলোচনা অংশ নেন ৭০—৮০ দশকে জাসদ সমর্থিত ছাত্রলীগের তুখোড় নেতা শরীফ মোহাম্মদ খান, সাংবাদিক ইউনিয়নের নেতা বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন সেলিম, জাসদের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, উপদেষ্টামন্ডলীর সদস্য সাইদুল্লা রুমি, জাসদ নেতা ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রতন কুমার দাস, জাসদ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, এড.সাদিক হোসেন, জাতীয় শ্রমিকজোট বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সহ—সম্পাদক আসলাম খান বাবু, কোষাধক্ষ্য মো: মনির হোসেন, আইন সম্পাদক এড.মো: সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ, মহানগর উত্তর এর সহ—সভাপতি মাহাবুব খোকন, বাংলাদেশ ছাত্রলীগের(বৈজ্ঞানিক সমাজতন্ত্র)সভাপতি রাশিদুল হাসান ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ প্রমুখ।
বিভিন্ন পর্বে বিভক্ত জাসদের এ বৈশাখি মঙ্গল মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা এড. চিত্তরঞ্জন গুহ’র কন্যা এড. শ্রাবনী দত্ত জয়া গুহ।