মেট্রোরেল ষ্টেশনে ১০০০ফিক্স সার্ভিস উদ্বোধনের মাধ্যমে স্মার্ট ডিজিটাল টেকসেবা চালু
মেট্রোরেল ষ্টেশনে ১০০০ফিক্স সার্ভিস উদ্বোধনের মাধ্যমে স্মার্ট ডিজিটাল টেকসেবা চালু
নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
বাংলাদেশে স্মার্ট টেকনোলজিস বিক্রয়োত্তর সেবাতেও ডিজিটাল সুবিধা যুক্ত করলো।মেট্রোতে যাত্রাপথে গ্রাহকরা যেন সার্ভিস সেন্টারে না গিয়েই নষ্ট হওয়া ল্যাপটপ, পিসি, কিংবা আইপিএস সারাই করাতে পারেন।সেজন্য টেকসল্যুশন প্রতিষ্ঠান ১০০০-ফিক্স স্টেশনের ডিজিবক্স এ সার্ভিস নিয়ে দেশের শীর্ষ স্থানীয় এই প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানটি। ১০০০-ফিক্স সাভিস লিমিটেড গ্রাহক সেবার নতুন অধ্যায়ের সূচনা করেছে অত্যাধুনিক সেলফ সার্ভিস কিওস্ক ১০০০-ফিক্স ষ্টেশন এর উদ্বোধনের মাধ্যমে।
সোমবার,২৭ জানুয়ারি ২০২৫, বিকেল ৩ ঘটিকায় আগারগাঁও মেট্রো স্টেশনে এই উদ্ভাবনী সিস্টেমটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ইলেকট্রনিক ডিভাইস সহজে জমা দিতে এবং মেরামতের পর দ্রুততার সঙ্গে সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খন্দকার এহতেশামুল কবির, অতিরিক্ত প্রকল্প পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স), ডিএমটিসিএল এবং প্রকৌশলী মাহফুজুর রহমান, ম্যানেজার (পি-ওয়ে অ্যান্ড সিভিল), ডিএমটিসিএল। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম,
১০০০-ফিক্স সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হক চৌধুরী এবং চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল।
এ ছাড়া, ডিজিবক্স লিমিটেডের হেড অফ অপারেশন এস কে মাসুদুর রহমান এবং হেড অফ আর অ্যান্ড ডি ডঃ কাজি আব্দুল মাজিদও এই উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে উপস্থিত ছিলেন।
তাঁরা সম্মিলিতভাবে ১০০০ফিক্স ষ্টেশন এর উদ্বোধন করেন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।
খন্দকার এহতেশামুল কবির বলেন, “এই উদ্ভাবনী কিওস্ক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা সহজতর ও আরও গ্রহণযোগ্য করা সম্ভব। এটি বাংলাদেশের গ্রাহক সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”
প্রকৌশলী মাহফুজুর রহমান উল্লেখ করেন, “এই আধুনিক সিস্টেমটি আমাদের মেট্রো স্টেশনের পরিবেশে গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে।”
মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, “স্মার্ট গ্রুপ সর্বদা উদ্ভাবন এবং প্রযুক্তি নির্ভর সেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।১০০০ ফিক্স ষ্টেশন সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
রিজওয়ানুল হক চৌধুরী মন্তব্য করেন,১০০০ফিক্স ষ্টেশন আমাদের গ্রাহকদের দ্রুত, নির্ভরযোগ্য এবং সহজ সেবা প্রদান নিশ্চিত করবে। এটি আমাদের গ্রাহক সেবার মান উন্নত করার পথে একটি বড় পদক্ষেপ।”
ইফতেখার রাসেল বলেন, “আমরা এই উদ্ভাবনী সেবার মাধ্যমে আরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করতে পারব। এটি সেবার ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করবে।”
এস কে মাসুদুর রহমান বলেন, “ডিজিবক্স এবং ১০০০ফিক্স-এর যৌথ উদ্যোগে তৈরি এই স্টেশন সেবা প্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।”
ডঃ কাজি আব্দুল মাজিদ যোগ করেন, “এই সিস্টেমের প্রযুক্তিগত উদ্ভাবন গ্রাহক অভিজ্ঞতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটি বাংলাদেশের প্রযুক্তি সেবার অগ্রযাত্রায় একটি মাইলফলক।”
এই কিওস্ক গ্রাহকদের জন্য সময় সাশ্রয়ী এবং সহজ সেবা নিশ্চিত করে, যেখানে ইলেকট্রনিক ডিভাইস দ্রুত জমা দিয়ে মেরামত সম্পন্ন হওয়ার পর সংগ্রহ করা যাবে। এটি প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবার একটি আধুনিক উদাহরণ।