আগামী মঙ্গলবার,৩০ জুলাই কলকাতা এবং ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের থেকে বার্তা পেয়েই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ১৬ জুলাই শেষবার বাংলাদেশে গিয়েচিল। কোটা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের কারণে বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই এই এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বন্ধ রেখেছে ভারতীয় রেল। মৈত্রী এক্সপ্রেস না কলকাতা থেকে ছাড়ছে, না ঢাকা থেকে। রেল জানিয়েছে, বাংলাদেশ থেকে বার্তা পেয়েই এই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই মঙ্গলবার ও মৈত্রী এক্সপ্রেস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।