মৌলভীবাজারে সাত দিন ব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন জেলায় এক ইঞ্চি সরকারি বন যেন বেদখল না হয় সে দিকে নজর দিতে হবে এবং জেলার সকল দখল হওয়া বনভুমিকে বেদখল করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন। তাছাড়া জেলার প্রতিটা পতিত জমিতে বেশি করে ফলজ উদ্ভিদ ও ঔষধি বৃক্ষ রোপনের জন্য সকল সচেতন নাগরিকদের প্রতি তাগিদ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, জেলায় যেন একটি গাছ কাটা না হয় সেদিকে নজর বাড়ানোর জন্য বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করে বলেন, আমি মৌলভীবাজারের জেলা প্রশাসককে বলবো তিনি ছাঁদে যেন গাছ লাগানোর জন্য জনগনকে উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সকলে কমপক্ষে ৩ টি করে গাছ লাগাতে যদি সবাই গাছ লাগাই তবে আমাদের দেশ সবুজে পরিণত হবে। বাংলাদেশ এখন প্রায় খাদ্যে সয়ংসম্পুর্ণ। এখন বাংলাদেশ ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে বিশ্বের নিকট পরিচিত। শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে মৌলভীবাজারে সপ্তাহ ব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করলেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। পরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেলা উপলক্ষে সকালে পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ফিতা কেটে ৭ দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এছাড়াও সভায়, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ বিভাগ, আইনশৃংঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ কয়েক শতাধিক স্কুলগামী ছাত্রছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।