• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

যথাযথ মর্যাদায় জুড়ীতে ‘জন্মাষ্টমী’ পালিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯
যথাযথ মর্যাদায় জুড়ীতে ‘জন্মাষ্টমী’ পালিত

আজ ২৩ আগস্ট, যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জুড়ী উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী।

সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, এদিন ভগবান শ্রীকৃষ্ণের ধরায় আগমন ঘটে। পৃথিবী থেকে অশুভ শক্তি দমন ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই ভগবান বিষ্ণু এই দিনে শ্রীকৃষ্ণ রূপে বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।

ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

সকালে জুড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃত্বে বিশাল একটি শোভাযাত্রা জাঙ্গিরাই কালীবাড়ি থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন করে বাছিরপুর রাধামাধব সেবাশ্রম-এ গিয়ে ধর্ম-আলোচনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়।

উক্ত শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতী রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান বাবু শ্রীকান্ত দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায়চৌধুরী মনি সহ জুড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বী অনেক সরকারি বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ, যুবক, ছাত্রসমাজ ও সাধারণ জনগন।