যমুনার সামনে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ পুলিশি বাধা না মেনে শিক্ষার্থীদের স্লোগান অবস্থান কর্মসূচী
যমুনার সামনে ৩৫ প্রত্যাশীদের বিক্ষোভ পুলিশি বাধা না মেনে শিক্ষার্থীদের স্লোগান অবস্থান কর্মসূচী
নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৪
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বয়সসীমা নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।
সোমবার দুপুরে রাজধানীর মিণ্টো রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে তারা শাহবাগ মোড়ে সমাবেশ করেন। সেখান থেকে মিছিল নিয়ে যান উপদেষ্টার বাসভবনের সামনে। সেখানে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন।
যমুনার সামনে আন্দোলনকালে শিক্ষার্থীদের চারদিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। উত্তেজনা বাড়তে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ ছোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় দুজন আন্দোলনকারী আহত হন।
সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার আন্দোলনে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের প্রতি আমার অনুরোধ, আপনারা ৩৫ করার দাবি মেনে নিন। কারও যদি চাকরির বয়স এক বছরও বাকি থাকে, তাহলেও তিনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
‘আমি মনে করি এখানে বয়স মূল বিষয় না। একজন ছাত্র তার মেধা ও যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করবে। তারা তো চাকরির দাবিতে আন্দোলন করছে না, তারা কারও কাছে কোনো সহানুভূতি চায় না। তারা চায় শুধু তাদের অধিকার।