• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ীতে দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫
যাত্রাবাড়ীতে দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। মো. সাজ্জাদ হোসেন ওরফে সাইফুল (৩০), ২। মো. রাব্বি হোসেন ওরফে বোচা রাব্বি (২৭) ও ৩। মো. রাতুল (২২)।

রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ৪:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ০৪.৩০ ঘটিকায় চট্টগ্রাম হতে বাসযোগে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীস্থ কুতুবখালী দাগুখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একজন যাত্রী মালামালসহ নামেন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুষ্কৃতকারী ছুরি, চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে সেই যাত্রীর কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয়।

ডিবি সূত্র আরও জানায়, চাঞ্চল্যকর এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত ও গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে ডিবি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে সক্ষম হয় ডিবি ওয়ারী বিভাগ। এরই ধারাবাহিকতায় আজ ভোর ৪:৫০ঘটিকায় শনিরআখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় তিন সদস্য সাজ্জাদ, রাব্বি ও রাতুলকে ছুরি ও চাপাতিসহ গ্রেফতার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রাবাড়ী, শনিরআখড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে পথচারীদের পথ রোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী ও যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত তাদের সহযোগী পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031