• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসীকে মোদীর উপহার গঙ্গাজল,পাল্টা তুলসী উপহার দিলেন রুদ্রাক্ষের মালা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসীকে মোদীর উপহার গঙ্গাজল,পাল্টা তুলসী উপহার দিলেন রুদ্রাক্ষের মালা

ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৈঠকের সময়ে তুলসিকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের (যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল) ‘গঙ্গাজল’ উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার ভারতের নয়াদিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলসীকে একটি সুদৃশ ঘটিতে করে গঙ্গা জল উপহার দেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, মহাকুম্ভের সময় ওই জল সংগ্রহ করা হয়েছিল। ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হয়েছে। এই ধর্মীয় সমাবেশের সময় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ৬৬ কোটিরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন। পাল্টা উপহার হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে একটি রুদ্রাক্ষের মালা উপহার দেন তুলসী গ্যাবার্ড।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোদি লেখেন, ‘দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

উভয় দেশ (ভারত ও যুক্তরাষ্ট্র) সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সামুদ্রিক ও সাইবার নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই পোস্টে উল্লেখ করেন মোদি।

দুই মাসের ব্যাবধানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করলেন তুলসি গ্যাবার্ড। এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলসি–মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকেও সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তার মতো হুমকি মোকাবিলায় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। এ ছাড়া ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি।

এদিকে, গতকাল দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন তুলসি গ্যাবার্ড। ওই বৈঠকে ভারত-মার্কিন অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য গোয়েন্দা তথ্য শেয়ারসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেছে এনডিটিভি। তারও আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দেখা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে গত রোববার  ভারত সফরে এসেছেন তুলসি গ্যাবার্ড। প্রথম দিনই তিনি অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানের সঙ্গে বিশেষ বৈঠক করেন।