জাকারিয়া মাহবুব :: রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে আধিপত্য ধরে রেখেছে আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের চেয়ে ১৪৮ রানে এগিয়ে আছে টেস্টের নবাগত দলটি। ২৭১/৫ নিয়ে দিন শুরু করা আফগানরা আজ এক সেশনও ঠিকতে পারেনি। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন আফগান অধিনায়ক রশিদ খান।
নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৩৪২ রানে অল-আউট হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ওভারেই বিদায় নেন তামিমের পরিবর্তে খেলতে নামা সাদমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টিম টাইগার। মমিনুল হকের ফিফটি ও মোসাদ্দেক হোসেনের ৪৪ রানের সুবাদে দিনশেষে ৮ উইকেটে ১৯৮ রান তুলেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে কাল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কালই ম্যাচের ভাগ্য ঘুরে যেতে পারে। বাংলাদেশ কি পারবে ম্যাচটা নিজেদের করে নিতে? উত্তরটা সময়ই বলে দিবে!
হাকালুকিডটনেট/৬সেপ্টেম্বর/জেএম