রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।
রবিবার দুপুর ১২টায় শহরের মোজাদ্দেদ-ই আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলিম, মুজাদ্দেদ- ই আলফেসানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি তাহসিন আলম ওয়াহিদ, ওয়াহিদুজ্জামান রোমান, আফিয়া আক্তার, সাইদিয়া আক্তার সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন জুলাই বিপ্লবে রক্ত দিয়ে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে। তেমনিভাবে দেশপ্রেম ও মেধার মাধ্যমে ছাত্র সমাজ আগামীর বাংলাদেশকে এগিয়ে নিবে।
আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং এবং স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এতে শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। কর্মসূচিতে চিকিৎসা সেবা দেন রাঙামাটি হাসপাতালের ডা: আনিসুর রহমান, ডা: আমিনুর রহমান পবন।