• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

রাঙামাটির কাউখালীতে হিজড়া শিলাকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
রাঙামাটির কাউখালীতে হিজড়া শিলাকে গলা কেটে হত্যা

বিজয় ধর, রাঙামাটি

রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়াতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা ।সোমবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়ে নিজ বাসা থেকে তার গলাকাটা মৃত দেহ উদ্ধার করে পুলিশ।

হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে,হিজড়া শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও নিজ বাড়িতে থাকতেন না দীর্ঘ অনেক বছর আগে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো। দীর্ঘ বছর উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করতেন, তবে বছর চার /পাঁচ বছর আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে সে আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানাগেছে। স্থানীয়রা আরো জানায় শিলা সার্জারী করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়াতে বনিবনা না হওয়াতে সেটি ডিভোর্সের জন্য আদালত অবধি গড়ায়। এর পর থেকে মাঝে মাঝে সেই স্বামী আসতেন বাসায়। তবে বেশ কিছুদিন যাবৎ শিলা বেতবুনিয়াতে থাকতেন না, বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন বলে জানা গেছে এবং সে বাড়িতে আসলে রাতে তার বাসায় অপিরিচিত ছেলেদের মাঝে মাঝে মাদকের আড্ডা বসতেও বলে জানান।গত রাতে ১১টার পর অপরিচিত ৫ লোককে বাসায় ডুকতে দেখেন তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখিনি বলেও জানান।বিকালে তার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া তার কোন সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেয়, এর পর সবাই দরজা খুলে দেখতে পাই তার গলাকাটা লাশ বিচানাতে পড়ে আছে। পরে পুলিশ কে খবর দিলে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, শিলা নামে এক তৃতীয় লিক্ষের (হিজড়া)ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। এটি একটি হত্যাকান্ড, আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি। তবে ধারনা করা হচ্ছে রাতে হিজড়া শিলার বাসাতে মাদকের পার্টি হচ্ছিলো তার লাশের পাশে মাদক সেবনের আলামত পাওয়াগেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রাতে কয়েকজন ব্যাক্তি সহ শিলা মাদকের পার্টি করছিলো কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে তার গলায় ও পেটে কাটার আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031