রাঙামাটি প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী সহ তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহেদ উদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করেন। আটক বাকি দুজন হলেন,রাঙামাটি পৌর ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাওলা মিয়া এবং সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহজালাল মাঝি।
এছাড়াও শহরের রিজার্ভ বাজার এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। তবে তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।