ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে।
কে বা কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি এখন পর্যন্ত।
হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয়।
আগুন লাগার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলাবাহিনী।তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি তারা।
সারাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা করছে ছাত্রলীগ। এ পর্যন্ত ঢাকা-২জন,চট্টগ্রাম-৩জন ও রংপুরে-১ জন মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে।