• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫
রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং বৈদ্যুতিক পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী

দেশি-বিদেশি প্রায় ১০০ প্রতিষ্ঠানের পণ্য একসাথে পাচ্ছেন দর্শনার্থীরা

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ বৈদ্যুতিক খাতের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে অষ্টমবারের মতো শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী। আজ সকালে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়। প্রদর্শনীটিতে দেশ-বিদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিয়ে হাজারেরও বেশী পণ্য প্রদর্শন করছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি), সকালে আইসিসিবির সম্পূর্ণ নতুন সংযোজন এক্সপো ভিলেজ-এ প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এএসকে ট্রেড ও ফিউচারেক্স ইভেন্টের আয়োজিত “বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো আইসিসিবির এক্সপো ভিলেজ উদ্বোধন করা হয়। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এই এক্সপো-টেন্টটিতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে যেখানে একই ছাদের নিচে ১০ হাজারেরও বেশী লোক একত্রে সমাগম হয়ে প্রদর্শনী উপভোগ করতে পারছেন। এএসকে ট্রেড বিগত আট বছর ধরে নির্মাণ অবকাঠামো ও সংশ্লিষ্ট শিল্পের নানা উপকরণ ও নির্মাণখাতে ব্যবহৃত বৈশ্বিক প্রযুক্তি নিয়ে প্রদর্শনীর আয়োজন করে আসছে।

সেফওয়ে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসর, অর্থাৎ অষ্টম আন্তর্জাতিক বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেড শো বাংলাদেশ বিল্ডকন এক্সপো ২০২৫’, ‘বাংলাদেশ উড এক্সপো ২০২৫ এবং তৃতীয় আন্তর্জাতিক ইলেক্ট্রিক্যাল ট্রেড শো বাংলাদেশ এল্পপ্রোটেক এক্সপো ২০২৫০- তিনটি পৃথক প্রদর্শনীর আওতায় দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে হাজারেরও বেশী পণ্য প্রদর্শন করছেন। দর্শনার্থীরা তাই সংশ্লিষ্ট খাতের নানা ধরনের সর্বাধুনিক ও বিশ্বমানের পণ্য এক ছাদের নিচে দেখার তুলনা করার এবং পছন্দ করার অভিজ্ঞতা পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে
বলেন,“টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পণ্যের গুণগত মান উন্নত করার কোনো বিকল্প নেই৷ এ ধরনের প্রদর্শনীগুলো গবেষণার জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পণ্যের গুণগত মান উন্নয়নে সহায়তা করে। সেই সাথে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের পণ্যের সাথে নিজেদের পণ্য তুলনা করার সুযোগ তৈরী করে দেয়।“

বিশেষ অতিথির বক্তব্যে বলেন,বিশেষ অতিথির বক্তব্যে এম এম জসিম উদ্দিন বলেন, “বাংলাদেশে শিল্প বিকাশের জন্য বিদেশী বিনিয়োগ প্রয়োজন। একই ছাদের নিচে চীন থেকে শুরু করে বিশ্বের সব বড় এক্সপোর্ট প্রতিষ্ঠানগুলোর একত্রে হওয়াটা এই বিনিয়োগের রাস্তাকে আরও সুগম করবে। আইসিসিবির এক্সপো ভিলেজ তাই দেশের স্বার্থে, দেশের মঙ্গলের স্বার্থে কাজ করারই এক অভিনব উদ্যোগ।“

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘প্রদর্শনীটির মাধ্যমে দর্শনার্থীরা সহজেই বিশ্বমানের পণ্যগুলো এক ছাদের নিচে দেখে বেছে নিতে পারছেন। সেই সাথে দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে পণ্য সংগ্রহের এক দারুণ সুযোগ হিসেবেও কাজ করছে আমাদের এ আয়োজনটি।

প্রদর্শনীতে নির্মাণ অবকাঠামো, কাঠ ও আসবাবপত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন। আর্কিটেকচারাল ও বিল্ডিং হার্ডওয়্যার, অটো ক্লেভ আব্রেসিভ টুলস ফ্ল্যাপ ডিস্ক এফআরপি ম্যানহোল কভার ইত্যাদি সহ বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি যেমন, ফাইবার লোয়ার মার্কি। ও কাটি। মেশিন সিএনসি রাউটার, এমব্রয়ডারি মেশিন সহ সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে বিভিন্ন প্রযুক্তি বাবহারের কৌশল ও সুবিধাদিও বর্ণনা করা হবে।

অষ্টম বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728