• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তার জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তার জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

আজ ২৯ জানুযারি ২০২৫, ঢাকার শেরেবাংলা নগর, আগারগাঁও  চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের
হলে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম কওমি উদ্যোক্তা-এর উদ্যোগে আয়োজিত জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে প্রায় ২৫০০ উদ্যোক্তা এ সম্মেলনে অংশগ্রহণ করেন, যা উদ্যোক্তাদের অন্য একটি অনন্য মিলনমেলা এবং অনুপ্রেরণার উৎসে পরিণত হয়।

সম্মেলনের সভাপতিত্ব করেন কওমি উদ্যোক্তার ফাউন্ডার মাওলানা রোকন রাইয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আহমদ খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিম আফরোজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নিয়াজ রহিম, বিশিষ্ট লেখক ও গবেষক এবং ইংলিশ খেরাণির ফাউন্ডার ও সিইও সাইফুল ইসলাম, অনলাইন টেক একাডেমির ফাউন্ডার মুজতাহিদুল ইসলাম, হ্যাপিনেস কোচ কোচ কাঞ্চন, এবং উইট ইনস্টিটিউটের ফাউন্ডার ও সিইও নাজিব রাফে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন কওমি উদ্যোক্তার কো-ফাউন্ডার মুমিনুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের স্বাগত আনিয়ে কওমি উদ্যোক্তার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি ড. আহমদ খালিদ হোসেন বলেন, “বাংলাদেশের আর্থিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি হলো তরুণ উদ্যোক্তারা। তাদের সুপ্রতিষ্ঠিত করতে হলে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং প্ল্যাটফর্ম ভিত্তিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। কওমি উদ্যোক্তা এ ধরনের একটি অনন্য প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের সাফল্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

বিশেষ অতিথি কোচ কাঞ্চন ভার আলোচনায় উদ্যোক্তাদের জন্য সফলতার কৌশন নিয়ে কথা বলেন। তিনি তুলে ধরেন, “কিভাবে শূন্য থেকে শুরু করে এক কোটি টাকার ব্যবসা দাঁড় করানো সম্ভব। এই যাত্রায় কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দিকনির্দেশনার প্রয়োজন।” ট্রেনার ও মেন্টর মুজতাহিদুল ইসলাম উদ্যোক্তাদের কনটেন্ট রাইটিং, সোর্স কালেকশন, ক্যাম্পেইন ডিজাইন এবং ছোট উদ্যোগকে বড় পরিসরে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

সভাপতি মাওলানা রোকন রাইয়ান বলেন, “কওমি উদ্যোক্তা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিলো অবহেলিত উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। আজকের এই সম্মেলনে প্রায় ২৫০০ উদ্যোক্তার উপস্থিতি প্রমাণ করে, আমরা সঠিক পথে এগোচ্ছি। ভবিষ্যতে এই স্যাটফর্ম আরো বড় পরিসরে কাজ করবে ইনশাআল্লাহ।”

উপস্থিত অতিথি ও অংশগ্রহণ কারীদের সমর্থন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কওমি উদ্যোক্তার মডারেটর মাওলানা এমদাদুল হক, আব্দুল্লাহ মিয়াজী, নাসিম ভানভীর, লোকমান গাজী, আব্দুর রহিম, হোসাইন রহমান সায়েম, মুত্তাকীবিল্লাহ, রাশেদ আজিজ, মুহাম্মদ শরীফ, আহমদ মুশতাক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সম্মেলনে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031