• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন কেন্দ্রীয় মসজিদ এলাকায় সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫
রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন কেন্দ্রীয় মসজিদ এলাকায় সেনাবাহিনীর অভিযানে দুইজন গ্রেফতার

গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন কেন্দ্রীয় মসজিদ এলাকায় সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড অভিযান পরিচালনা করে দু’জন কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে একজন শীর্ষস্তরের অপরাধী শুটার রুবেল যার বিরুদ্ধে কাফরুল থানায় একটি হত্যাচেষ্টা ও শেরে বাংলা নগর থানায় বিষ্ফোরক দ্রব্যের মামলা এবং অন্যজন রিয়াজুল ইসলাম মামুন যার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলদারিত্বসহ কাফরুল থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। পরবর্তীতে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য গ্রেফতারকৃতদের কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।