রবিবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিস আদেশে হাইকমিশনার সাইদা মুনাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে অনতিবিলম্বে দায়িত্বভার ত্যাগ করে দেশে ফিরতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এ আদেশ জারি করে। পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের এই কর্মকর্তা টানা প্রায় ছয় বছর লন্ডনে হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি থাইল্যান্ডে রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও জনকূটনীতি অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। আগামী ২৬ ডিসেম্বর থেকে তাঁর অবসরোত্তর ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।