• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫
রাজশাহীতে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত


ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে ১ম স্থান অর্জন করে ‘অনন্দপথ’ প্রকল্প

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫, কতিপয় সেমিনার ও প্রদর্শনী।*

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব। আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ।*

অনুষ্ঠানে মাস্টার ক্লাস, ফায়ার সাইড চ্যাট এবং দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘স্টার্টআপ ফান্ডামেন্টালস : মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং এ বিজনেস’ শীর্ষক মাস্টারক্লাস এবং ‘দ্যা স্টার্টআপ জার্নি : অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্যা গ্রাউন্ড আপ’ শীর্ষক ফায়ার সাইড চ্যাট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ‘ফ্রম আইডিয়া টু স্কেল: হাউ ইকোসিস্টেম এনাবলার্স ক্যান এক্সিলারেট ইওর স্টার্টআপ’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট: নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে তরুণ অংশগ্রহণকারী স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সাথে নেটওয়ার্কিং-এর সুযোগ পান।

ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উত্সাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসব্যাপী রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে পাঁচটি প্রধান বিভাগে সামিট অনুষ্ঠিত হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (১৩ ফেব্রুয়ারি); খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা (১৭ ফেব্রুয়ারি); জিইসি কনভেনশন সেন্টার, চট্টগ্রাম (২২ ফেব্রুয়ারি) এবং সর্বশেষ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের রাজশাহী ও রংপুর পর্বে ১ম স্থান অর্জন করে ‘অনন্দপথ’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘সিস্টেমসেইজ সলিউশনস’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘স্কিনকেয়ার এআই’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।আরো তথ্যের জন্য ভিজিট করুন www.yss.startupbangladesh.vc ।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031