• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
রাজশাহীতে পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইজিপি মহোদয়



১৫ জানুয়ারি ২০২ খ্রিস্টাব্দ বিকাল ৪টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয়। প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মো: সারোয়ার জাহান মহোদয়। স্বাগত বক্তব্য দেন রাজশাহীর পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম মহোদয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব কামরুন নাহার, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসার্স মেসে মাননীয় আইজিপি মহোদয়কে আরএমপি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দ্বারা সমাপ্ত হয়।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728