• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

রাবিপ্রবির নতুন ভিসি ড. আতিয়ার রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৫
রাবিপ্রবির নতুন ভিসি ড. আতিয়ার রহমান


নির্মল বড়ুয়া মিলন,রাঙামাটি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক মো. আতিয়ার রহমান।
বৃহস্পতিবার ৯ জানুয়ারী-২০২৫ ইংরেজি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্মারক নাম্বার-৩৭. ০০. ০০০০. ০৭৬. ১১. ০০৩. ২২. ০৩ এর এই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম।
নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্য মো. আতিয়ার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এবং প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান করে ‘জোর করে’ পদত্যাগ করানোর হিড়িক দেখা যায়। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই কর্মকর্তা ভিসি ড. সেলিনা আখতার ও প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমাকে পদত্যাগ করান। তৎকালীন ভিসি সেলিনা আখতারের আপত্তির মুখে ভাষাগত কারণে প্রো-ভিসি কাঞ্চন চাকমাকে দুইবার পদত্যাগ করান শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর থেকে কার্যত অভিভাবক শূন্য পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়টি। আর্থিক, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে রাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব দিয়েই চলে রাবিপ্রবি।
গত ৬ জানুয়ারি ভিসি নিয়োগের দাবিতে রাঙামাটি শহরের বনরূপায় প্রায় দুই ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়ে তারা। পরদিন ৭ জানুয়ারি ভিসি নিয়োগে বিভিন্ন দাবিনামা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেন রাবিপ্রবির শিক্ষার্থীদের আরেকটি অংশ (পাহাড়ি শিক্ষার্থীরা)।
৬ জানুয়ারি দেওয়া আলটিমেটামের ৭২ ঘণ্টা বুধবারের মধ্যেও ভিসি নিয়োগ না হওয়ায় আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জেলার আইন শৃঙ্খলার কথা বিবেচনায় নিয়ে দুপুর দেড়টায় রাবিপ্রবি শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন ১১ ই বেঙ্গল ও রাঙামাটি জোন অধিনায়ক ল্যাঃ কর্ণেল এরশাদ হোসেইন চৌধুরী, পিএসসি।
এর মধ্যেই দুপুর প্রজ্ঞাপন মাধ্যমে রাবিপ্রবিতে নতুন ভিসি নিয়োগ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728