আজ ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ ৪ দিনব্যাপী আয়োজিত “রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫” এর শেষ দিন। চট্টগ্রামের পাচ তারকা হোটেল রেডিসন এ গত ১৩ ফেব্রুয়ারী ফেয়ার শুরু হয়। আপনারা দেখেছেন ফেয়ারের শুরু থেকে বিশেষ করে শুক্র ও শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং আজ রবিবার অনেক ক্রেতা দর্শনার্থী ফেয়ার প্রাঙ্গনে এসেছেন। আজ ১৬ ফেব্রুয়ারী মেলার শেষ দিনে সবচেয়ে বেশী ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস ও প্লট বিক্রি এবং বুকিং হয়েছে। গত তিন দিনও অনেক ক্রেতা বুকিং দিয়েছেন। আপনারা জানেন করোনার ধকল কাটিয়ে উঠতে নাউঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়, চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে আমরাও এর বাইরে নয়। আপনারা লক্ষ্য করেছেন নির্মাণ সামগ্রীর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা সেই পরিমাণে ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি করতে পারি নাই। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও আমরা চেষ্টা করেছি ক্রেতার সাধ ও সাধ্যের মধ্যে তার পছন্দের সেরা ফ্ল্যাটটি দিতে, যার প্রত্যক্ষ প্রতিফলন এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫।
প্রিয় সাংবাদিক বন্ধুরা, ফেয়ারের ৪ দিন অনেক ক্রেতা, দর্শনার্থী এসেছেন, বিশেষ করে শুক্র, শনি এবং আজ রবিবার ফেয়ারের প্রবেশ পথে এবং ফেয়ার প্রাঙ্গনে সকলেই লক্ষ্য করেছেন। ফেয়ারের এই ৪ দিনে প্রায় ৫ হাজার ২৩৫ ক্রেতা দর্শনার্থী ফেয়ার প্রাঙ্গন ভিজিট করেছেন। ফেয়ারে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহ ক্রেতাদের জন্য যে সকল অফার নিয়ে এসেছেন, মেলা চলাকালীন সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ফেয়ার শেষ হওয়ার পরেও আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত কোম্পানীর নিজস্ব অফিসে সে সকল সুযোগ সুবিধা বহাল থাকবে। এবারের ফেয়ারে ফ্ল্যাট, কর্মাশিয়াল স্পেস ও প্লট বিক্রির লক্ষমাত্রা ছিল ১১০ কোটি টাকা। ফেয়ারে ফ্ল্যাট, কর্মাশিয়াল স্পেস ও প্লট বিক্রি এবং বুকিং হয়েছে ৮৪ কোটি ৭৭ লক্ষ টাকা। এছাড়াও কমিটমেন্ট এসেছে আরও ৫৫ কোটি টাকার।
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ আয়োজন এবং সফলভাবে সম্পন্ন করার জন্য রিহ্যাব পরিচালনা পর্ষদ, ফেয়ার স্ট্যান্ডিং কমিটি, রিহ্যাব, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ এর আয়োজক কমিটি, ফেয়ারে অংশগ্রণকারী গোল্ড স্পন্সর, কো-স্পন্সরসহ সকল ডেভেলপার প্রতিষ্ঠান, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ইভেন্ট স্পন্সর, ক্রেতা, দর্শনার্থী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক, হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউ, পিডিবি, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দিত, আপনারা সব সময়ই রিহ্যাবের পাশে থেকে সহযোগীতা করেছেন, সুপরামর্শ দিয়েছেন, আমার প্রত্যাশা ভবিষ্যতেও আপনারা রিহ্যাবের সাথে থেকে আপনাদের আন্তরিক সহযোগীতা, সুপরামর্শ দিয়ে রিহ্যাবের সকল আয়োজন সফল করে তুলবেন।
পরিশেষে আবারও আমি আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ এর শুভ সমাপ্তি ঘোষণা করছি।