• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব, নাহয় স্বাধীন ভূখণ্ড দিতে হবে : মাহথির

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব, নাহয় স্বাধীন ভূখণ্ড দিতে হবে : মাহথির

মালয়শিয়ার প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মাদ। ছবিঃ সংগৃহীত

গত ২৬ জুলাই শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সম্মেলনে মালেয়শিয়ার প্রধানমন্ত্রী মাহথির মুহাম্মাদ বলেন মায়ানমারের রাখাইন প্রদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসকে কখনোই সমর্থন করেনি মালেয়শিয়া। তিনি বলেন ব্রিটিশ শাসনের পূর্বে বার্মা অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল। ব্রিটিশরা বার্মাকে একত্র করে সকল উপজাতি সম্প্রদায়কে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ দেয়। কিন্তু বার্মা স্বাধীন হবার পর থেকে নষ্ট হতে শুরু করে বার্মার সাম্প্রদায়িক সম্প্রীতি।

রাখাইন রাজ্য দখল ও রোহিঙ্গা সম্প্রদায় নিধনে এক অদৃশ্য শক্তির ছায়ায় সামরিক সন্ত্রাসিদের দিয়ে ঘটিয়ে চলেছে মানবতা বিরোধী অপরাধ। লাখো মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে, হাজারো মানুস হত্যা করে তারা। বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশের সীমান্তবর্তী শরণার্থী শিবিরে অবস্থান করছে। দিনে দিনে বেড়ে চলেছে শরণার্থী জনসংখ্যা। মায়ানমারের উচিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে দেশের নাগরিক্তত্ব দেয়া, অথবা তাদের বসবাসের জন্য স্বাধীন ভূখণ্ড দেয়া।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031