তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। রোহিঙ্গারা ফেরত যাক- বিএনপি তা চায় না। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই হলো তাদের উদ্দেশ্য।
শুক্রবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সিএমপি স্কুল অ্যান্ড কলেজ এ আলোচনা সভার আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল এই হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথমে তারা জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিলো। কিন্তু প্রতিবাদের মুখে সেদিন তারা সফল হয়নি।
বঙ্গবন্ধুর দূরদর্শিতার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন। পাকিস্তানর কারাগার থেকে মুক্তি পেয়ে ফেরার সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে প্র্রথম সাক্ষাতেই তিনি বলেছিলেন- মিসেস গান্ধী আপনার সৈন্য কখন ফেরত নেবেন। বঙ্গবন্ধুর এমন দূরদর্শী রাজনৈতিক চিন্তার কারণে সেদিন তিন মাসের মাথায় ভারতীয় সৈন্য ফেরত গিয়েছিল।
প্রধানমন্দ্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতে গিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে এখন আর বাস্তবে কুঁড়েঘর খুঁজে পাওয়া যায়নি। এই কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় শুধু কবিতায়। একইভাবে ছেঁড়া কাপড় পরা মানুষও পাওয়া যায় না। এক সময় আমরা পুরনো কাপড় বিদেশ থেকে আমদানি করে এনে পড়তাম। এখন আমরা বিদেশে নতুন কাপড় রফতানি করি। আর এসব কিছু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের বিশেষ ভূমিকা রয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় পুলিশের ভূমিকা রয়েছে, আত্মত্যাগ রয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, পেট্রোল বোমাবাজদের প্রতিহত করে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে পুলিশ বাহিনী। দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ। বক্তব্য রাখেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান, পাহাড়তলী থানার ওসি মো. মাইনুর রহমান।
আলোচনা পর্ব শেষে সিএমপি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী।